lirik lagu srikanto acharya - charandwani shuni tobo
Loading...
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
Lirik lagu lainnya:
- lirik lagu big thief - lorraine
- lirik lagu rick springfield - we're gonna have a good time
- lirik lagu manic drive - king of mercy
- lirik lagu esperando o trem - pião
- lirik lagu boss keloid - winehorse
- lirik lagu hardwell - summer air
- lirik lagu jai paul - he
- lirik lagu gina lobrista - uma a mais
- lirik lagu irem derici - bende hüküm sür
- lirik lagu velied - underworld