
lirik lagu srabani sen & saheb chattopadhyay - danriye acho tumi
Loading...
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
(end)
Lirik lagu lainnya:
- lirik lagu inner wave - diamond eyes
- lirik lagu mystery skulls - live forever
- lirik lagu action bronson - la luna
- lirik lagu lbe - yo necesito
- lirik lagu jd & the straight shot - run for me
- lirik lagu jpaulished - getting old
- lirik lagu vice grip - rsxx
- lirik lagu roman el original - ladrona de mi corazón
- lirik lagu michael malarkey - uncomfortably numb
- lirik lagu mickey shiloh - phone is dying...