lirik lagu somrat sij - polaibi na khara (পলাইবি না খাড়া)
[intro: dipjol, somrat sij]
সুলতান, কোন মুল্লকের সুলতান?
আইজকাল খুব নাম কামাইসে
এই চশমা, এইদিকে, এইদিকে, চু~চু~চু~চু~চু!
বশির সুলতান? তর মুখে আমি মুইতা দিমু
[verse 1: somrat sij]
ভাতিজা serial~এ খাড়া আগে পরে করিস মাতবরি
লাঠি ছাড়াই সাপ মারি ধইরা ফর্মা~ফুর্মা সাফ করি
আইছে বাংলার rap~এর মিস্তরী পিডাইতে লইসি ডান্ডা
গিয়া শান্তির মা’র ঘুম পাড়ানি মাসি~পিসির গান গা
হপায় undertaker সাইজা আইসি লইতে তরে কবরতে
সিঙ্গারা, চমুচা বিলা, tiktoker সব খবর দে
শুরুত্তে engine এইডা j~pan made
বন্দুক ভাবসোস battery চালিত
মাগার full পল্লী বিদ্যুৎ এইডা
ধোপ! বয়ান ছাড়িস বুইঝা হুইন্যা
এনে কোনো বড় ভাইয়ের বিচি ধইরা ঝুইলা আইনাই game~এ আমি
তর মতো ছাপড়ি দিনে কিনা রাইতে বেচি
হুদা মাঠে না গানেও তর ভাই ankara messi
হালায় খয়রাতের bike~এ চইড়া ভাব চোদায় marcedes
হরণতরণ আক্ষামরণ তর ভাই চালু সবডি খিচ
চিকনে মাইরা diss কইতাসোস লইয়া লইসি
হ, ভায়া এমনই লইসি তো, লয়া লইসি
তগোর এই সিনসাপ্পা শুরুত্তে কান ধরাইসি
সাফারে বেইচা না একলগে বন্দুক চালাইসি
উড়াধুরা ফাটাফাটি, ভব চক্করে হালাইসি
খোঁজ লাগা biodata আগেও “লাল বাত্তি” নিভাইসি
[verse 2: somrat sij]
এই, সিধা কথা বরাবরে বিন্দা জায়গা মনে
খাঁটি বাংলাতে কই মাগার বুঝে কয়জনে?
এই, চোদু~মদু, হ না পাইরা খামাখা
হারাইলে জাত এলা খুঁজে কয়জনে?
ছুটে ঘাম আমার নাম হুনলে
থাম এলা, বাবুরে, বহুত হইসে তগো ভুংভাং
গানে গানে যারে খুশি চোখ বান, কানামাছি
এলা বেলা হইসে ঘুম ভাঙ্গ
[verse 3: somrat sij]
যতটা fast আমি ততটা slow ভাইয়া
তর মতো বালসাল না সব গানেই same flow ভাইয়া
তুই আইসোস ticket বেইচা খাইতে মগজ ভাজি
আমার ভাইলোকটি এমন নগদ জান দিতেও রাজি
হাতে হারিকেন না হেডা ভাইঙ্গা ধরায় দিবো parcel
খবর ল কেডা market out কেডা date fail
ব্যাটা বাড়ির দরজা খুইলা রাখসি, ভাঙচুর করা লাগবো না
choclate boy k!llar বাবু বাটে পড়লে ভাইগো না
হালা এমন ল্যাং মারুম তরে carrier আর থাকবো না
হোগার ব্যথা যাইবো কিন্ত মনের ব্যথা যাইবো না
[chorus: somrat sij]
পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
এই, পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
[bridge: somrat sij]
এনে গঞ্জের সেয়ানা মাল চোদার time নাই
এনে বারোভাতারি পোলাপাইন চোদার time নাই
এনে ইল্লা~k!lla চ্যাডের শাঁই চোদার time নাই
এনে ওষুধ ready, বল্লার চাক চোদার time নাই
এইডা ঢাকা ১২০৬ কাউরে চোদার time নাই
এইডা ঢাকা, ক্যান্টনমেন্ট কাউরে চোদার time নাই
এইডা ঢাকা, বাংলাদেশ কাউরে চোদার time নাই
পুরাইন্না পাপী, বালের প্যাচাল হুনার time নাই
[chorus: somrat sij]
পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
এই, পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
[outro: somrat sij]
কিয়ের ব্যাটা মিরপুর পুরান ঢাকা, নতুন ঢাকা?
পুরা বাংলাদেশ এনে টেকনাফ টু তেতুঁলিয়া
চলে সম্রাট সিজ, তাউড়া সাফা
ভব, ভাষা বাংলা
Lirik lagu lainnya:
- lirik lagu 鬱p (utsu-p) - hikizuri
- lirik lagu og kemi - thescooterlooter
- lirik lagu tunahan çalışkan - uyan
- lirik lagu heavenshine - when the father lion mirrors the stars
- lirik lagu bibi (비비) - 밤양갱 (bam yang gang)
- lirik lagu rm (uk) - mazzalina
- lirik lagu macios3k - oczy
- lirik lagu zlatan fazlić - 1425 dana
- lirik lagu skye matteson - baby steps (i don't cry)
- lirik lagu the tories (band) - flying solo