lirik lagu somrat sij, mr. judge & pagol storm - under control (from 'mad in bangla')
[verse1: somrat sij]
নজর নামায়া
শানপাত্তি কম এনে
তর মত don এনে
জুতা ছাইড়া gone এনে
ভাই বানায় ঘাঈ দিবো সাফি মুইছা সাঁই দিবো
২ চাক্কায় ride মাগার ছয় চাক্কায় fight দিবো ভাই লোকে
এই সখী মুশকিলে ফুঁকাই
পুতলাডা full control from dubai
to italy~র rome~এ ঢুকে আতঙ্ক মনে
তোলা ভিজা জায়গা যখন তর ভায়ের নাম হুনে
দিলে ঘোপের তে shout builder’s bold out ফিকে
গদির তে bundle গুসায়া knockout
বানাই তর মত tout দিনে কিনা রাতে বেচি
এই খেলা তে তর ভাই ankara messi
এই game খেলি hitter the leader full support~এ
তর রাজনৈতিক বড় ভাই চলে আমগো দাপটে
company running সর controller হাজতে
থানা পুলিশ আইন ভাজে কচ~কচ্চা কাগজে
এই কয়ডা জট খায়
জ্বালে ফর্মা~ফুরমা auto caught খায়
তগো gang gang hitlist এ hitter ডি
ধইরা মাওড়া কসাই পট্টী উল্টা লটকায় লটকায়া
কানশা পট্টী ধরায় mental~এ
বেটা চাপা ঠিক কর গিয়া dental~এ
এডি hip~hop এ না ভায়া মাদকে আসক্ত
ধইরা ধইরা পাডা রিহাব center~এ
পাইটু তিরিং বিরিং করোস কার shelter~এ?
দেহি পাও চাটা scene এ কার হাত কার ঘাড়ে
bandana লাগায় রংবাজি বেটা টাকা উডা গিয়া
hawker পট্টী ফুটপাতে
কিশোর gang এলাকায় লুট পাটে
কালা চশমা পিন্দা দেহি full part~এ
ভাবের তে বেশি ওগো ভঙ্গিমা ঠিকই
জাগা মতো পইরা গেলে আবার বাপ ডাকে
[chorus: somrat sij]
পয়সা পাত্তি settlement~এ
রাইখা উপর মহল under control
দেশের উত্তর~দক্ষিন, ঢাকা পূর্ব~পশ্চিম
scene~এর godfather under control
scene পট্টি পরাড়া চোখ বাইন্ধা গেডি
লাভ নাই পাও ধইরা কাইন্দা ready
shooter ডি মারে headshot~shot~shot
shot~shot~shot~shot
under control
পয়সা পাত্তি settlement~এ
রাইখা উপর মহল under control
দেশের উত্তর~দক্ষিন, ঢাকা পূর্ব~পশ্চিম
scene~এর godfathеr under control
scene পট্টি পরাড়া চোখ বাইন্ধা গেডি
লাভ নাই পাও ধইরা কাইন্দা rеady
shooter ডি মারে headshot~shot~shot
shot~shot~shot~shot
under control
[verse 2: mr. judge]
এই, আহেন ভাই মাহফিলে স্বাগতম
জনগণ, আসসালামু আলাইকুম
চেহারা লেবাসে ঘাতক
আর spot~এ মাশাল্লাহ নামেই আতঙ্ক
হুনলাম স্বপ্নে নাকি দেখসস হাতির পাঁচ পা
তাই নয়া মাঙ্গের লোম হইসোস মোস্তান বাদশা!
তোগো চান্দি বরাবর বেটা kick লাগায় দিমু যেমন
619, booyaka, booyaka
আমরা পুরান মদ যেইডার নেশা বেশি
রিংগিত ঢাইলা সাদা টানায় shooter পালি
ঢাইলা দিলেই মাতাল, পারা দিলেই হরতাল
ঘুম কইরা দিলে ডোমে বাইর করবো কঙ্কাল
আমার kingdom~এ আমি king kong
পাতি নেতা fake টাকায় ভুংভাং ছিরুদাস
map~এর খাতারনাক গঞ্জে থাকে ready বাহিনী
তোগো industry’র leader like ওসমান
beat~এর মিধ্যে যহন heavyweight জবান চলে
তগ মতো কত কচি র্যাপার চাপাই খাই ভোজনে
কয়ডায় বাপেরে ঠাপ হিগাইতে উঠসে কানা রাইতে
যহন ছক্কা ঘুরাই হাতে এডি চিল্লায় মায়ের কোলে
বাইন্দা পিলারে চাপ দিয়া দিলে ট্রিগারে
বাঁচাইতে আইবো ব্যাটা তোরে কোন don?
sij~এর গেরিলা বাহিনী, গঞ্জের আল~কায়দা ready
strom zone~এ গেলে কিচ্ছা খতম
তোর ঘরের দরজায় ঠক ঠক টোbarricadeক্কা
পুরা এলাকাতে brigade
তোর কিশোর gang~এর top class কাপ্তান
কান চাপায় দিয়া দিবো বোকচোদ threaত
কারে ব্যাটা হাইকোর্ট চিনাস? দিবি নালিশ?
তোর ভাই মজলিশের সালিশেই হাজির
ধুম কইরা কপালে নল লাগায় চাপ দিলেই
একদম তোর দম finish
[verse 3: pagol storm]
কারে তোরা চিনাস code
পাগলের মাথা crack দেখবি তোর বাড়ির সামনেই court
সামনেই port, সামনেই জেলহাজত
পাগল storm হুনলেই কেল্লাফতে
একদম চুপ, তোর মত পোলা হজম কইরা ফালাই তুরিতে
পিছে ১০০ না ১০০০ কাউরে পাবি না যখন ডুইকা যাইবো মাল ভূরিতে
mic~এ শান্তির বার্তা মনে ভণ্ডামি তোগো
বাংলা hip~hop টারে লইয়া রাজনীতি
সব খিচ যখন পিছ থেইকা ঘোড়া দিয়া মাড়ি check
বুঝবি না এই খেলা খুব বিতিক
নয় বছর আগে যা অতীতে ফিরা চা
কইতো গাছে কাঁঠাল গোঁফে তেল লাগায় মাতবর
আর আজকা সব বাপ সাজে কালসাপ গুলা
সামনে পরলে আগে আব্বা ডাকতো
vaccine পাবি না, দিলে কবিরাজে লাড়া
তোগো এলাকাতে পাড়া ১৪৪ ধারা
চলে পিছে থাইকা কতজনে কত কথা বলে
কিন্তু সামনে পইরা গেলে কয় “পাগল আইলো রে”
respect নাই বানা ইচ্ছা মতোন
চকলেট গুন্ডাগো কিচ্ছা খতম
বড় কথা পরে তোগো ভাই বড় ভাইরে জিগা ব্যাডা
কেডা করে ১৬ লাইনে কিচ্ছা খতম
একটাই piece একলাই বিশে বিশ, তাউরা
হাত~পাও বান দিয়া কান~গাল চটকাই
পিচমোরা বান দিয়া গল্লিতে লটকাই
চোখ তুইলা কথা কইলে ঘার দেই মটকায়া
আর কয়ডা bot পায়া লাফাইতাসোস ভায়া
এখন তোর কি হইবো বল না?
দেখ নিশান হাতে পাগল storm zone
এইটা বন্দুক আর সব বেলনা
[chorus: somrat sij]
পয়সা পাত্তি settlement~এ
রাইখা উপর মহল under control
দেশের উত্তর~দক্ষিন, ঢাকা পূর্ব~পশ্চিম
scene~এর godfather under control
scene পট্টি পরাড়া চোখ বাইন্ধা গেডি
লাভ নাই পাও ধইরা কাইন্দা ready
shooter ডি মারে headshot~shot~shot
shot~shot~shot~shot
under control
পয়সা পাত্তি settlement~এ
রাইখা উপর মহল under control
দেশের উত্তর~দক্ষিন, ঢাকা পূর্ব~পশ্চিম
scene~এর godfather under control
scene পট্টি পরাড়া চোখ বাইন্ধা গেডি
লাভ নাই পাও ধইরা কাইন্দা ready
shooter ডি মারে headshot~shot~shot
shot~shot~shot~shot
under control
Lirik lagu lainnya:
- lirik lagu taburiente - manfiesto
- lirik lagu travis japan - thrill (english ver.)
- lirik lagu michelle maxine - that christmas
- lirik lagu 303bugworld - little ghost
- lirik lagu trip-swoosh - dirty sprite
- lirik lagu t'rex (timur zhukov) - symbol
- lirik lagu عامر منيب - ayamna - أيامنا - amer mounib
- lirik lagu стоунд (stound) - если (if)
- lirik lagu fortuna 812 - tate
- lirik lagu la joaqui, gusty dj & alan gomez - bandidas retiradas