lirik lagu somchanda bhattacharya - aaj baaje
ওম জয়ং দেহি মা
বালাম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান(২)
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো(২)
নীল আকাশ এ তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
Lirik lagu lainnya:
- lirik lagu kenzie nimmo - bones
- lirik lagu playboi carti - half & half
- lirik lagu kaleida - meter
- lirik lagu lea - leiser
- lirik lagu juicy j - that ain't you
- lirik lagu jhené aiko - frequency
- lirik lagu various artists - juntos
- lirik lagu cursed earth - regret
- lirik lagu danilla - laguland
- lirik lagu circa survive - tunnel vision