lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu snarebyt - beshi beshi

Loading...

মাংস পেশি বেশি
মানে গায়ে জোর বেশি
দেঊলিয়া কম চোর বেশি
মাল কম খোর বেশি
আমার কম তোর বেশি
দাম বেশি দেশি মুরগির
আমার কম তোর বেশি
কম করিস বেশি বেশি

আখরায় কাকড়া হুন ময়লা খায় কাক রা
হুন বয়ড়া আমি খয়ড়া ভিতরে নাইন টেইলস এর চাকরা
পবিত্রতার কথা কয় স্বৈরাচারী নাপাক রা
তুই কু মানুষ না কু কাম এ তোর
কুঃফলা~ফল যাত্রা
বর্তমানে আগুন অতীতের শাগরে সাত্রা
ভব এ আইসি কবে
ক রব সব অক্ষরেই মাত্রা
বিষয়?
অজানা।
০,১ এর তাপমাত্রা
চিরজীবী কেউ না,কালা সাদা আল কাত্রা
যেই আগুন নিভে না
ওই আগুন মইরা গেলে
দেখবি পুলসি রাতের আধারে পইরা গেলে
তোর নিশানা ভুল যাগায় আমি আমার জাগারতে শইরা গেলে
টিকা থাকতি ঠিকি তোর বাপ~দাদারা কইরা গেলে

আমি খয়ড়া কিন্তু করি না খয়রাতি
ভয় পাবি!
আর কয় রাত ই তুই না ঘুমায়া ক থাকতে পারবি?
ছাইড়া দিবি খারাপটা যহন ধইরা ছারবি
ছাড়া ছাড়ি লাইন এর কবুতর ই তুই ছাড়তে পারবি

মাংস পেশি বেশি
মানে গায়ে জোর বেশি
দেঊলিয়া কম চোর বেশি
মাল কম খোর বেশি
আমার কম তোর বেশি
দাম বেশি দেশি মুরগির
আমার কম তোর বেশি
কম করিস বেশি বেশি

আমার সূর এ বারী দেয় গ্রাম,building ইমারত এ
checkpost পার করলে ৪০০০ ১কেজি আরদে
ভাবসিলাম যামু আমি ভারতে যাওয়ার
আগেই মাইর,হসপিটাল,লকাপ তারপরে গারদে
শাপ লূডুর দেশে আলাপ করস দাবার ক্যান?
আবার ক্যান ক্যাপাসিটির তে বেশি cover van এ আসামী overload
over board
খাবার ক্যান কলা~রুটি?
ভুল~ত্রুটি গন্ধ ধামাচাপা
নাপা,নক্টিন,বাবার ক্যান?
এইই cityr প্লাস্টিক র‍্যাপার টির
fact ওর ই নিজের
‘factoryর মাল বুঝলাম না
রাবার ক্যান?’
southeast institute হইলে
northside savar ক্যান?

কূপী~কাইত
বহুরূপী জগৎ কাল আর মাটি
দেশাল,মোহিনী,এ্যামপল, তুলশি,বালার~হাটি
হাতেহাত রাইখা নিজের হাতে কাঠনিতে কাটি
সব জালার জালা,জালায় না
আজীবন হাটি

মাংস পেশি বেশি
মানে গায়ে জোর বেশি
দেঊলিয়া কম চোর বেশি
মাল কম খোর বেশি
আমার কম তোর বেশি
দাম বেশি দেশি মুরগির
আমার কম তোর বেশি
কম করিস বেশি বেশি


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...