lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu snarebyt, kaessett & vyper - kobiraz

Loading...

[chorus: kaessett]
ছোবল মারসে ঘরের সাপে বাচাইবো কোন কবিরাজ?
দেশি খাজুর বাজারে বেচতাসে কইয়া মদিনার
তেল মাইরা সরিষার আর মালিশ মাইরা কলিজার
গাছের মধ্যে নাইকা পাতা গেঞ্জাম চলে, কলি কার?
ছোবল মারসে ঘরের সাপে বাচাইবো কোন কবিরাজ?
দেশি খাজুর বাজারে বেচতাসে কইয়া মদিনার
তেল মাইরা সরিষার আর মালিশ মাইরা কলিজার
গাছের মধ্যে নাইকা পাতা গেঞ্জাম চলে, কলি কার?

[verse 1: kaessett]
আমরা হাকাই বাঁশি বয়া নদীর পাড়, কবি mordern কবিতার
টিকেট ধরাই উপরের gate~এর যম রে বানাই চৌকিদার
এই বেদ্দপ কই আদব লেহাস হারায় লাইবি কুল~কিনার
গুরু কইয়া ডাকলি খবর নাই কেন গুরু দক্ষিণার
ক্ষতি করতে যায়া হাতে হাতকড়া ক ক্ষতি কার
ভাতের হাড়ি করছোস ফুডা খাইবো কি তর পরিবার
plus thousand aura bars গান ডা হুনবি প্রতিবার
মন ডা খাসা সোনা দেইখ্যা পিছে ঝুলে gold digger
বন~বাগান গল্লিতে homies busy roll দিতে
running মাল দেয় কিসমত, তোর সময় যায়গা score দিতে
রাইত জাইগা beat বানাই বাংলা ছায়া ছবিরতে
পুষ্কুনির পাড় হাঙ্গর ধরি ছিপ ফালায়া বড়শিতে
টান ধরছি কল্কিতে আর time দিছি সঙ্গীতে
depth বুঝে না দুই লাইন গানের জ্ঞান চোদায় পন্ডিতে
বাড়ি তর কোন কোনায়, কোন চিপায়? তর album কোনদিকে?
study করলে hiphop বুঝবি kaesette আইছে কোনদিক তে
বাপুরাম সাপুড়ে, বিন বাজায় কোন বাদুড়ে
মজমা লাগছে মাইনষের বাইত্তে দেইখ্যা আবার গা পুড়ে
আসন পাইত্তা ভাই brother সব মিল্লা বইছি মাদুড়ে
নামাইন্না তো দূরের কথা তুই পাবি না লাগুরে
খাল কাটসে কুমিড় আনছে লুট দেহাইছে ডাকুরে
স্বামী বিদেশ রইদে পুড়ে, বিগার কমায় ভাসুরে
অল্প বিদ্যা ভয়ংকরী জ্ঞান ছাড়িস না আতুরে
শুক্কুর শুক্কুর ইংলিশ হিগ্গা nature~রে কয় নাটুরে
টালটি বালটি কত তোর তর বাপ এ ছিলো বালতি চোর
পর্দার দেয় সুলুম নিজেই পাড়ার top খানকিখোর
রাইতের বেলা missed call মারে জিগা কেন বান্দি তর?
সকাল সকাল নীতির বয়ান কাটে নাই ঘুম এর ঘোর
দোষ ক পারলে কই কইতারবিনা কপাল থাবরাবি
খাবলা মাইরা লই যেনে হাত দিতে তুই ঘাবরাবি
লইলে বাজান রাখতারবি আর কল্পনা কি আকতারবি
কম বয়সে পাখনা মেলা পাকনামি
[chorus: kaessett]
ছোবল মারসে ঘরের সাপে বাচাইবো কোন কবিরাজ?
দেশি খাজুর বাজারে বেচতাসে কইয়া মদিনার
তেল মাইরা সরিষার আর মালিশ মাইরা কলিজার
গাছের মধ্যে নাইকা পাতা গেঞ্জাম চলে, কলি কার?
ছোবল মারসে ঘরের সাপে বাচাইবো কোন কবিরাজ?
দেশি খাজুর বাজারে বেচতাসে কইয়া মদিনার
তেল মাইরা সরিষার আর মালিশ মাইরা কলিজার
গাছের মধ্যে নাইকা পাতা গেঞ্জাম চলে, কলি কার?

[verse 2: vyper]
নিভা গেছে কাগোর বাত্তি আগর বাত্তি কন?
আমগো video~তে gang, real life~এ লগে don
এনে চোর খডায়া জোর খাডায়া কথা~বার্তি কন
আপনের হ্যাংলা কথার ধারে খাইবেন পাঁচ আঙ্গুলের বন
karma বার্মা গেলেও ঘুইরা আহে নিজের উপরে ঠিক্কি
মাফ চায়া ল ব্যাডা আগে ভাগলপুরের টিক্কিট
আলগা ফিকির না কইরা কর সরল মনে জিকির
আর ভাব কত আকাম করছোছ কামাইছোছ কত নেক্কি
মানুষ আমি মানুষ থাকতে দিলো না
ধর্ম বেইচ্চা কর্ম করার আগে হুশে ছিলো না
লুকাইনারে চিপা চাপায় open road~এ টিলো কই
দেশের কথা কইলে দিবি কাইন্দা দেশটা গেলো কই
ছিলো কই?
বাইন্দা~বুইন্দা গাট্টি বোস্তা ঘারে উডা
আরেকজনের ধরে দোষ, নিজের লুঙ্গি ফুডা
আগে কামের কৌশল জুডা এক ধ্যানে ওইডা কর
train~এর চাক্কায় হাওয়া দিস না, জীবনডারে ধর
ভাইঙা~চুইরা studio, 60 feet to radio
মহল্লাডা বড় এনে কেউ না কারো আত্মীয়
গানের তালে মাথা ঝাক্কে বন জঙ্গলের হাত্যিও
দোস্তোর লগে গোস্তো কাডি ভাইঙ্গা হালাই হাড্ডি
নশু হুন, hip~hop একটা culture
scene~এর চাক্কা ঘুড়ায় কারা google~এ যা search মার
up the google দাবি কইরা নাক কাডাইলি বাপ~মার
বুরিগঙ্গা যায়া মাঝ নদীতে একটা ঝাপ মার
dhaka city flow, concrete না প্রকৃতি
ঘন জঙ্গল মাথার ভিতরে জঙ্গলি আমগো আকৃতি
আরে ব্যাডা ধুর! লাগবো না আর সিকৃতি কারো
ঘোলা পানি লাড়াচাড়া দিলে auto গাড়ো
মুক্ষা ভরা চান্দেঁর হাসি মনের ভিতরে বিষ
ইতিহাস জমা দিলে জুলাই ২০২৪
দাদা হাদার পলি ঝোলার থলি লইয়া করে ঋষ
আমগো সময় আহুক ঝোলা ভইরা খোলাসাতে নিছ
আগুন বাতাস পায়া নিভা গেলে জ্বালায় দেই
কলির ভিতরে বানের সংখ্যা অনেক এডি হালায় দেই
আমরা লোহার লগে লোহা connect কইরা ঝালাই দেই
গিলতারে না bar খায়া খার, আহো গিলায় দেই
ভ্যাল্কা তোগো ধুন, আমরা যহন মাডে তোরা soon
স্বার্থপরের কাম বেইমানি খাইয়া আপনের নুন
কত গুণ, করেন গুণের ঠেলায় করে খুন
এত সয়~সম্পত্তির লাভ কি আপনের মরতে কতক্ষুণ?
[outro: কাসেট & vyper]
kaessett, snarebyt, mirpur~1216
vyper in the hood
you know how we playin’
৬০ ফিট, রূপনগর
1216 for life


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...