
lirik lagu skibkhan - dhanda (ধান্দা)
[chorus: paital]
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
[verse 1: skibkhan]
সময় হলো সকাল ৫~টা
শুরু হলো দিনের যাত্রা
যদি ভাগ্যে থাকে তাইলে (তাইলে)
মিলবে দু’~এক মুঠো নাস্তা
তাড়াতাড়ি স্কুলের ব্যাগটা নিয়া ধরলাম রাস্তা উল্টা
সিগারেটটা ধরায় মনের ভিতর তুললাম গানের সুরটা
সিগারেটটা ধরায় মনের ভিতর তুললাম গানের সুরটা
সিগারেটটা ধরায় মনের ভিতর তুললাম গানের সুরটা
চলো ভাইয়া ধান্দা শিখাই, let’s go
সারাদিনের বেচা~কেনা, ধান্দা কইরা পকেট ভারী
মানুষ দরকার লাগে চেনা
ছোটো ভাইরে ধইরা fitting
থানায় থানায় লাগবো setting
এই দুনিয়ায় টাকা চলে
মাইনষের উপর ভর করে
[chorus: paital]
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
[verse 2: paital]
topic is ধান্দা
সব জায়গায় চলে open~এ চাঁন্দা
এক ভাইয়ের এক হাজার চামচা
দুই চুমুক চা দিয়াই খুঁজতাসে ফায়দা
বোঝার নাই কোনো যে কায়দা
পয়দার পর এখন সবার হাতে রামদা
ধরা পরলে কিশোর গ্যাং মামলা
ফাইলে পড়লে শয়তান পালাইবো
খুইলা দরজা~জানালা
[verse 3: gold cube]
কলেজে যাই, বন্ধু বানাই
দুই, তিন, চার তারপর আটটা, দশটা
সকালে আড্ডা, বিকালে chill
বিকালের পরে শুধু সন্ধার নাস্তা
একজনের সাথে থাকে দশজন
সবসময় target করে campus~এর বড়ো ভাই
এই শোনো, তোমরা কি 1st year~এর ছোটো ভাই?
তোমরাই তো ভবিষ্যৎ, তোমাদেরকেই পাশে চাই
পরের দিন প্রোগ্রামের ছবির caption হয়
প্রিয় নেতা, অভিভাবক, আদর্শ
মা বলে, “ছেলে আমার ডাক্তার হবে”
বাবা বলে, “না, ওকে ইঞ্জিনিয়ার বানাবো”
ছেলে তো campus~এ রংবাজি, ঠকবাজি
বড়ো ভাইয়ের রাজপথে মুল হাতিয়ার
বয়সে দ্বিগুণে পাপের বোঝা
গরম রক্ত করতে দেয় না ভুলকে স্বীকার
এরা যাচ্ছে কোথায়? চাচ্ছে টা কি?
কোনো লক্ষ্য নাই, জীবনে পথভ্রষ্ট
কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় গিয়ে থামবে?
কোন পথে আগাবে? কোন পথ শ্রেষ্ঠ?
শ্রেষ্ঠ স্রষ্টার সৃষ্টি দু’জনই
একজন করে পাপ, একজন বিরোধিতা
দুইজনই আঠারো, তরুণ যুবক
কেউ ধান্দায়, কেউ আদায় করে মানবাধিকার
[outro: skibkhan, paital]
সময় হলো সকাল ৫~টা
শুরু হলো দিনের যাত্রা
যদি ভাগ্যে থাকে তাইলে (তাইলে)
মিলবে দু’~এক মুঠো নাস্তা
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
সময় হলো সকাল ৫~টা
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
Lirik lagu lainnya:
- lirik lagu tre david - 123
- lirik lagu m4rkim - máscara
- lirik lagu summer salt - gotta go to know
- lirik lagu angelina mango - vita morte e miracoli
- lirik lagu opał - plastik
- lirik lagu hunter blair ambrose - runaway
- lirik lagu toosii - favorite song (midnight session)
- lirik lagu e.k. - spleen
- lirik lagu gigolo y la exce, brytiago & bryant myers - rolia (remix)
- lirik lagu akira s & as garotas que erraram - quem disse que não havia monstros?