lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu skibkhan - blacked gang

Loading...

[intro: mc shaq ]
আজ বিষাক্ত এই সমাজ, নষ্ট, প্রভুতে প্লাবিত
অন্ধ শত পুষ্প পূর্ন মানুষ ঘৃণ্য পথে ধাবিত
সব নির্বাক, নিস্তব্ধ, আবদ্ধ
তাই একমাত্র নষ্ট পথে যেতে বাধ্য
বদ্ধ আকাশে বজ্র~বাতাস আসবেই তো
দুঃখ বিলাসে আত্নবিনাশ ঘটবেই তো
সবাই জানি, প্রদীপের নিচে অন্ধকার থাকবেই তো

[intro: skibkhan]
i normally don’t do diss song
but this song is just no diss song
notice, this song is about some fool’s
mic check, mic check
let’s talk about other’s people’s wives and kids (mic check, mic check)
can i get like this? (one, two, three)
[verse 1]
কালা চাঁদপুর, কালা জাহাঙ্গীর
কালাভুনা খেয়ে কাঁদে কালা কাঙালি
কালা কুত্তার পেটে কালা ঘি
কালা বিচি shot কলিকাতা হারবাল tea
কালা, তোর যোগ্যতা নাই, নাই চাকরি
দুই টাকার brand endorse করে লাভ কী?
rise মানে খাড়া, তোর কি খাড়ায় না?
তোর বউ চলে গেছে, তোর দাঁড়ায় না?

ভুলে যাইস না তুই ছোট ভাই
তোর বাপ~দাদা বাংলায় hip~hop গায়
তোর ছিলো দুই ভাই, you got too high
ডানা কাটা কালা মাগি time to say, “goodbye”

hip~hop~এর জন্য তুই করছোস কী?
দুর্নীতির প্রতিবাদে তুই লিখসোস কি?
কয়টা ছোট ভাইয়ের সাথে তোর কয়টা গান?
when was the last time you wrote a meaningful song
your english is like inzamam~ul~haq
who thanked all boy’s when his kid was born?
haha, oh sh~t man!

[verse 2]
check, one, two
মুখ খারাপ যখন করসি তখন থামবো না
কি মনে করসোস আমি কিছু জানবো না?
কার সাথে কি বলোস, phone number চাইলে ভাগোস
তোর fake loyalty আর লাগবো না
কেউ হাসবো না, f~ck your syndicate
গুটিখোরে ভরা তোর দালালি সেট like jalali set
আয় পারলে ঠেকা, পারলে টাকা~দুই টাকার মত track লেইখা দেখা
পারলে টাকার মতো track লেইখা টাকা আনায় দেখা
পারলে কাঁটা তারের বেড়ার মত hit বানায় দেখা
পারলে একটার পর, একটা পর একটা ধরায় টাইন্না দেখা
মারলে ঘাড় যাইবো বেকাই, shark drain~এ চেগায়
আমি একা, আছে ভাই~ব্রাদার
when you see that b~tch বল, “ওই মাদারচোদ” (ওই মাদারচোদ)

[bridge]
চ্যাটের বাল bro, you got the call cause i refuse the show (oh, no)
no one knows you bro
true fact they love you for the alcohol (oh!)
wannabe kendrick, you has been lame after you gained weight
i ain’t afraid, b~tches talk ’bout my family, i’ll razor blade (k!ll)
you raised your face to degraded
bruise and glace with hate

[outro]
oy, motherf~cker master blade
next time you wanna talk about people’s wives and kid’s bro?
গ্রামের চামার, বাপের condom ফুটা
হালায় আজিমপুরের মুচি বেচে replica জুতা
there’s a lot of people who you wish never met
a real life soldier, a lyrical k!ller
ওরা জানে যে তুই বনানীর pill dealer?
breaking news bro, jennifer~এর গহনা নিয়ে গেছে অহনা
এই মামা এই আরও গল্প আছে বহনা


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...