lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu siam al mahmud - khuje firi je tomay

Loading...

খুঁজে ফিরি যে তোমায়, তবু তো খুঁজে না পাই
থাক তুমি বহুদুরে, ধরিতে পারিনা তবু চাই।

মরিচিকা হয়ে তুমি দেখো যে আমায়
ধরি ধরি ধরি তবু ধরিতে না পাই
দূর হতে দেখে তবু আশা যে মিটাই।

তোমাকে মনে করি, কত কাছে তুমি
এগিয়ে থাকি তবু দূরে থাকো তুমি।

দুর থেকে ভাবি আমি, এখনি যে পাই
যত ভাবি কাছে যাবো, শুধু যে হারাই
পাবো পাবো ভেবে মনে তবু পেতে চাই।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...