lirik lagu shunno - pother shilpi
Loading...
[verse~1]
কারও কারও
দুপুরগুলো
ঘুণেধরা
ইচ্ছেমত
[pre~chorus]
কারও কাছে
স্বপ্নটুকুও
অস্পৃশ্য এক
বোধের মত
[chorus]
ওদের কথা বলা থাকে
পথের সব ধূলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে
আসে না তো ওদের গল্পে
[instrumental break]
[verse~2]
কারও কারও
হাতের রেখা
ফাঁকি দিয়ে
যায় শুধু
নিজের জন্যে
কখনো সুখের
পায় না ধরা
ওদের মুঠো
[chorus]
তুমি যখন অলস বসে
কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয়
স্বপ্ন ছাড়া কাগজ টুকরো
Lirik lagu lainnya:
- lirik lagu vinnie paz - warhead
- lirik lagu kongoliz - rap avec passion
- lirik lagu village lights & sarah kroger - gloria
- lirik lagu prankish - mama boss
- lirik lagu samad savage - blow
- lirik lagu freddy (rus) - деньги (money)
- lirik lagu polya - time
- lirik lagu pænda, ktee & vida noa - boys 4 breakfast
- lirik lagu luch stefano - night ride
- lirik lagu berin buturović - gdje tvoje srce stalo je