lirik lagu shunno - mon tore
[verse~1]
সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ওহ মন রে ঘুণে করলো জড়ো জড়
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ওহ মন রে ঘুণে করলো জড়ো জড়
ও আমি কি করে বাস করিব এই ঘরে রে হায়রে
[chorus]
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
[verse~2]
তিন তক্তার এই নৌকা খানি
ওহ মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
ওহ মনরে তিন তক্তার এ নৌকা খানি
ওহ মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
ও আমি কি করে সেচিবো নৌকার পানি রে হায়রে
[chorus]
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
[instrumental bridge]
[outro]
আসি রাইতে ভবের মাজারে
ওহ মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মনরে আসি রাইতে ভবের মাজারে
ওহ মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে হায়রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
Lirik lagu lainnya:
- lirik lagu 降幡愛 (ai furihata) - ハネムーン (honeymoon)
- lirik lagu литвиненко (litvinenko) - качели (swing)
- lirik lagu anna trincher - по губам (on the lips)
- lirik lagu yolfloy - kyoto
- lirik lagu chiyoonhae (지윤해) - 하나 (hana)
- lirik lagu fictionaleyez - a blanket made for one
- lirik lagu hayley mary - fall in love
- lirik lagu freshly wrapped candies - hairspray / high upon the sea
- lirik lagu sawtooth waves - hearts strong as horses (sawtooth remix)
- lirik lagu guy2bezbar - fendi love