
lirik lagu shunno - godhulir opare
[verse~1]
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
[pre~chorus]
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[verse~2]
ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভূলের স্রোতে
হয়নি ছোঁয়া ওই আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষায়
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[outro]
শব্দহীন বালুচরে
ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনূভুতি ভাষায় ফেলে
চলো আজ ফিরে যাই গোধুলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
Lirik lagu lainnya:
- lirik lagu king monroe - wisteria (remix)
- lirik lagu chris-n-teeb - wake up
- lirik lagu g-mo skee - flying cars
- lirik lagu laura scaglia - the calling
- lirik lagu joan - not over you
- lirik lagu lil ceper - butterfly
- lirik lagu quốc anh - em yêu anh ta
- lirik lagu jamar rose - pseudo legendary
- lirik lagu lulú jam! - si quiero te lo doy
- lirik lagu bala - cien obstáculos