lirik lagu shunno - chena akash
Loading...
দিন শেষে রাত
রাত শেষে দিন হলে
ঘড়ি বাধা নিয়মগুলো পার করে
ছুটে যাবো আমি আজ বহু দূরে
এক নতুন স্রোতে অজানার পথে
চেনা আকাশ চেনা রঙগুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
চেনা আকাশ চেনা রঙগুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন ক-ক-ক-রে-রে-রে
এই ছুটে চলার সব বাধা পেরিয়ে
সময় মুঠোয় নিয়ে সীমানা ছাড়িয়ে
আবার শুরু করি শুণ্য থেকে
যতই বাধা আসুক পারবে না থামাতে
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
স্বপ্ন তোমার তুমি নিজেই গড়ো
আগামী তোমার হয় ভুলে চলো
নিজের ভিতরে আলো জ্বালিয়ে
আলোকিত করো এই পৃথিবী
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
Lirik lagu lainnya:
- lirik lagu angels of mercy - ode to trump
- lirik lagu flesh - dead roses
- lirik lagu midge ure - to sir with love
- lirik lagu josey joe - chance
- lirik lagu nause & lucas nord - i'm with you
- lirik lagu ohmondieusalva - hotel room
- lirik lagu back to the moon - queen of spain
- lirik lagu mola - gross
- lirik lagu osteoporosis aguda - volamos con el pensamiento
- lirik lagu michael w. smith - you're alright