lirik lagu shubha mudgal - aakash bhora surjo tara
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Lirik lagu lainnya:
- lirik lagu weezer - the last days of summer
- lirik lagu don trip - no trophies
- lirik lagu xia - cake love
- lirik lagu aqua timez - dub duddy~ライブ前日に見た夢~
- lirik lagu tyzo bloom - closer to you
- lirik lagu torné - dawn of misery
- lirik lagu wayne woodward - n.u.m.b
- lirik lagu sumaya andina - maricitay
- lirik lagu new age - creature of habit
- lirik lagu edson & hudson - eu e você de novo