lirik lagu shreya ghoshal - tar katha
Loading...
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে
এই আলো~নেভা মোহিনী রাত কী বলে যায়
মন বোঝে না তো জেগে থাকে, তবু হাসায়
দেখা সে দিলো না, কাছে সে এলো না
হলো যে অধরা
তার কথা পড়ে মনে
ঝড় জেগেছে আজ, মনে মনে ঝরে পাতা
আজ কবিতা~গান সবই খোঁজে নীরবতা
সে তবু বোঝেনি, ফিরেও দেখেনি
অবহেলাতে যে
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে
Lirik lagu lainnya:
- lirik lagu sixtones - こっから (kokkara)
- lirik lagu dom corleo - shooteett
- lirik lagu crxxxist - scream of broken feeling
- lirik lagu 1oneam - kryptonite
- lirik lagu leaa - gratitude
- lirik lagu this is lorelei - you're doing just fine
- lirik lagu ziffy - spoken escher
- lirik lagu vera matović - tražićeš me
- lirik lagu delorenzy - тело дженнифер (jennifer's body)
- lirik lagu tadwadmct - tinytad