lirik lagu shreya ghoshal, pranab biswas - jao pakhi
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে~কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে কানাচ।
ও… যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে~কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে… হুঁ হুঁ হুঁ…
যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে~কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।
Lirik lagu lainnya:
- lirik lagu holyrainmusic - 3step
- lirik lagu r. kelly - sex me (pt. 2)
- lirik lagu bombazine - carapaça
- lirik lagu mange schmidt - offerkofta
- lirik lagu dahlia sleeps - close your eyes
- lirik lagu stilo 101 - pare trafień
- lirik lagu foreign body - white walls
- lirik lagu death's dynamic shroud - soft channel 001 (early version)
- lirik lagu young zerka - mama
- lirik lagu alwio - sipoté mwen