lirik lagu shreya ghoshal feat. ishan mitra - esho hey
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
ঝনক ঝংকারে, উড়ায় শঙ্কারে
খুলেছে দুয়ার
দেরি নাহি আর
এসো হে স্বয়ম্বর, এসো, এসো
সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
যে মোতি ধরার বুকে পরশে ধারা
যে মোতি ধরার বুকে পরশে ধারা
যে মোতি রাতের মুখে
সুভেশে সুভেশে শুকতারা
সে প্রাণ বহে
এসো হে রূপঙ্কর
সুন্দর (এসো)
সুন্দর এসো, এসো হে
পা মা ধা নি সা মা গা মা রে সা রে সা
পা মা ধা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে ললাট সখী
সিঁদুরে সাজালো, সিঁদুরে
সে রূপ নিয়ে
সে রূপ নিয়ে
এসো হে যুগন্ধর
সুন্দর এসো, এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে বিরহ মিছিল
তিমিরেই, তিমিরেই অবকাশ
সে পথ হয়ে
সে পথ হয়ে
এসো হে মনোহর
সুন্দর এসো, সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
Lirik lagu lainnya:
- lirik lagu a life divided - burst
- lirik lagu vilk - monde
- lirik lagu lazy habits - perfect sentance
- lirik lagu mcnzi - smoked out cypher
- lirik lagu blue rodeo - tell me again (live at massey hall)
- lirik lagu jeru the damaja - god of rhyming
- lirik lagu the characters - a pledge to motion.
- lirik lagu cheerbleederz - disco
- lirik lagu di soren - lockdown 1
- lirik lagu james brown - busy j.b. (time to get get mix)