lirik lagu shohojia - chokhe chokh
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল~টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল~টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
ভাল্লাগে না, থাক আজ বাড়ি ফেরা
তোমাকে রেখে ফিরে যাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
অ্যাই, কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই~সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই~সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
চোখে চোখ রেখে তাই দূর থেকে ছোঁয়া
না ভেবেই এই গান গাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
Lirik lagu lainnya:
- lirik lagu bras - perle ai porci
- lirik lagu chetta - population control
- lirik lagu chris brown & young thug - trap back
- lirik lagu dosu3110,lordur - tokio
- lirik lagu chris brown & young thug - say you love me
- lirik lagu kokomo - angels
- lirik lagu aisa - let us rock
- lirik lagu cbdb - fine line
- lirik lagu el bandito - driven to destruction
- lirik lagu re4se - glory days (skrt skrt)