lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shohojia - chokhe chokh

Loading...

চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া

এ হাওয়া তো উড়ায় নেয়
চুল~টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস

এ হাওয়া তো উড়ায় নেয়
চুল~টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
ভাল্লাগে না, থাক আজ বাড়ি ফেরা
তোমাকে রেখে ফিরে যাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া

অ্যাই, কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই~সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই~সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
চোখে চোখ রেখে তাই দূর থেকে ছোঁয়া
না ভেবেই এই গান গাওয়া

পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
পাওয়া না~পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...