lirik lagu shitom ahmed & tasbir wolvez - prem akare kadabo
Loading...
[chorus]
প্রেম আকারে কাঁদাবো
তোমার নামটাও আমি নিয়ে যাবো
আমার সাথের শুধু কষ্ট তাই
আমার সাথের তুই নিস না ঠাঁই
আমায় দেখো, গভীর জলে ডুবে যাবো দিবো না ছেড়ে
যদি সঙ্গ চাও, হাত বাড়ালে ডুবে যাবো দু’জন একসাথে
[verse]
আমি কি তোমাকে বুঝাতে পারিনি?
যদি থেকে যাও বেদনা অপরিসীম দেবো তখনই
কেন বোঝো না?
আমার চোখেতে লুকানো অভিশাপ কেন দেখো না?
আমার মন পাথরের যা ভাঙা যাবে না
[chorus]
প্রেম আকারে কাঁদাবো
তোমার পরিচয় ভেঙে দিবো
আমার আশেপাশে এসো না তুমি নিজেকেই চিনবে না
আমাকে দেখো গভীর জলে ডুবে যাবো দিবো না ছেড়ে
যদি সঙ্গ চাও, হাত বাড়ালে ডুবে যাবো দু’জন একসাথে
Lirik lagu lainnya:
- lirik lagu miguel ríos - rock pa'l ministro
- lirik lagu h-ico el señor del funk - patéalo fuera de la casa
- lirik lagu jaziah! - homelander
- lirik lagu alone in my room - talk about nothing
- lirik lagu the wide-eyed electric rock & roll machine - swingin' bridge
- lirik lagu dontkyut - воздух (air)
- lirik lagu ṡìx (united kingdom) - amani money
- lirik lagu big toe & karamel19 - steig ein
- lirik lagu syml - please slow down
- lirik lagu collinz music - assuming