lirik lagu shironamhin - valobasha megh (ভালোবাসা মেঘ)
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি……
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়……
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।
ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে …… জল উড়ে উড়ে …..
ভালবাসা তাই …… ভেজা মন থাক …..
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে
ছুটে ছুটে চলা ……
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা ……
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
Lirik lagu lainnya:
- lirik lagu kidd upstairs - peace
- lirik lagu raf camora - rapper
- lirik lagu basement jaxx - hot and cold
- lirik lagu teri - lovesick ft monty
- lirik lagu foals - inhaler
- lirik lagu tonéx - alive
- lirik lagu fifth sun - perdona me madre
- lirik lagu rafa pons - nos vamos conociendo
- lirik lagu l benny z - indiana
- lirik lagu josé maría napoleón - pajarillo