![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu shironamhin - porichoy
Loading...
দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকলো না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
অবাক আলোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে
এমনি কি আর হয়?
লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা?
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়?
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়
Lirik lagu lainnya:
- lirik lagu chirie vegas - g.p. emporio
- lirik lagu trace mountains - death cult paradise
- lirik lagu the raging nathans - free parking
- lirik lagu nicholas naison - masterpiece
- lirik lagu liška leonard - dope
- lirik lagu lil atone - school spirit!
- lirik lagu drefquila - oro amarillo*
- lirik lagu el artefuckto - a.r.t
- lirik lagu the new roses - consider me gone
- lirik lagu little big - uno, dos, cuatro*