lirik lagu shironamhin - hashimukh (হাসিমুখ)
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা
হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর…..।
Lirik lagu lainnya:
- lirik lagu yasiin bey - the embassy
- lirik lagu d-bo - stiernacken
- lirik lagu voskovy - talizman
- lirik lagu morgan sulele - det blir ikke jul uten deg
- lirik lagu xzibit - u can't fuck with me
- lirik lagu azmah - my philosophy
- lirik lagu urltv - dna vs. mickey factz
- lirik lagu abd al malik - ground zero (ode to love)
- lirik lagu the saurus (finnish artist) - aina
- lirik lagu milica todorović - ista ja