lirik lagu shila aziz - onek sadhonar pore
Loading...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে;
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে
আপন হাতে,
জীবনে মরণে, আধারে – আলোতে থাকবো
তোমার সাথে;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার
ভালোবাসা;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।
Lirik lagu lainnya:
- lirik lagu nico - no le pare a na' (don't you worry child)
- lirik lagu dez - backseat
- lirik lagu the wild wind - dream
- lirik lagu sax ariel - darte un beso
- lirik lagu adiós parís - chica bonita
- lirik lagu molly b - intro
- lirik lagu layla hendryx - runnin
- lirik lagu kishi bashi - hey big star
- lirik lagu blackpink - 휘파람 whistle
- lirik lagu roy acuff - the wreck on the highway (version 2)