lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shila aziz - onek sadhonar pore

Loading...

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;

তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে;
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে
আপন হাতে,
জীবনে মরণে, আধারে – আলোতে থাকবো
তোমার সাথে;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার
ভালোবাসা;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...