lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shibu - opekkha

Loading...

[verse 1]
এখন তো অনেক রাত
তোমায় ফোনে কেনো পাই না
সাথী একসাথে দুঃখ বা সুখ
বাটাবাটি হয় না

[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো

[verse 2]
সাথী এখন কী আর
মনে পড়ে নাকি
আমার আদরের চাপ
জমে থাকে যদি

[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো

[bridge]
ভালোবাসার টানে
দিলাম ১৩ নদী পাড়ি
রোদের তাপে জ্বলে পুড়ে
জ্ঞান হারিয়ে আছি তবু
[verse 3]
ঠিকানা তা পাচ্ছি না
হৃদয় জুড়ে কী যে জ্বালা
তোমায় ঘিরে জীবন আমার
আর সহিতে পারবো না

[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো

[outro]
তুমি এখন বা তখন
বা যখনই চাও
আমি অপেক্ষায় আছি
যদি সময়টা পাও


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...