
lirik lagu shibu - opekkha
Loading...
[verse 1]
এখন তো অনেক রাত
তোমায় ফোনে কেনো পাই না
সাথী একসাথে দুঃখ বা সুখ
বাটাবাটি হয় না
[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো
[verse 2]
সাথী এখন কী আর
মনে পড়ে নাকি
আমার আদরের চাপ
জমে থাকে যদি
[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো
[bridge]
ভালোবাসার টানে
দিলাম ১৩ নদী পাড়ি
রোদের তাপে জ্বলে পুড়ে
জ্ঞান হারিয়ে আছি তবু
[verse 3]
ঠিকানা তা পাচ্ছি না
হৃদয় জুড়ে কী যে জ্বালা
তোমায় ঘিরে জীবন আমার
আর সহিতে পারবো না
[chorus]
আর নাই পিছুটান
চলে যদি যাও, চলে যাও
তবু যদি বুকে খাঁজে
কান পেতে শোনো
[outro]
তুমি এখন বা তখন
বা যখনই চাও
আমি অপেক্ষায় আছি
যদি সময়টা পাও
Lirik lagu lainnya:
- lirik lagu jet walker - one last kiss
- lirik lagu nach & manuel carrasco - para
- lirik lagu maajins - it get like that
- lirik lagu jade bates - boys lie
- lirik lagu hoobastank - my worst nightmare
- lirik lagu 7thorne - stars collide
- lirik lagu jt - cardi b diss*
- lirik lagu aozame - universe without this curse
- lirik lagu bozydar 997 - jamajkan stajl
- lirik lagu hooligan chase - okay joyce