lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shezan - outlawz

Loading...

aye, huh
yo, hannan let’s get it
k!llaz culture, wrongside
yeah, huh (yo boi)

না এডি basic না
hater shot লয় পুরান গানে
আমি বানাই next hit
জগতের এক রীত নিরিবিলি দেখ শিখ
দুশমনের লেইগা গরম দে শিক
এডি classic
যা করসি সবই কাম দিয়া কোনো black magic না
কথা legit কার? মুখে bar হাজার round চলে যেমনে machinegun
হ, তুই আমি এক না
নিজের কাহিনী কই এডি কোনো rap না
আয়া দেখ না, একগান গায়
গলা বরাবরে একটান এক জান যায়
বাঁইচা থাকা কার এহসান

পাও সামলা, সাপ আসে এইহানে
রইদে পুড়সি তাই তাপ আসে গানে
যাই দেহি তার ছাপ আসে গানে
কী চামু কার কাছে, তুলি হাত আসমানে

এই জায়গায়, ভাই কম দেহি হাজার সাপ
আসলের খোঁজে গিয়া দেহি পুরা বাজার সাফ
মুহাম্মাদ আলি চালাই uppercut, ধাপার ধাপ
আসমানে উড়াই তগো চাপার দাঁত, ফাকা মাঠ

scene~এ তর ভায়ে suge
never f~ck with my money bro
never f~ck with my crew
সব hip hop এ একের কারিগর, দেখ কেডা বানায় moves?
যেনে বানাবি বাড়ি দেখ হেনে কেডা করে rule
আগে bat হাতে করসি মাঠে hundred chase
অহন হাতে stump, half murder case
f~ck the system, justice এই ঘাটে fail
তেল মাইরা চলি না দেইখা আমার ভাই খাটে jail
f~ck that
এই কপালের উপরে কারো হাত নাই
তারে করিস না বিচার যার মাথার উপরে ছাদ নাই
মাইনষের যত চেহারা কোনোডাই দেহা বাদ নাই
যার লেইগা যাই করবি আখেরে কোনো লাভ নাই
but we still keep our head up
অরা চায় নামাইতে নিচে but we way up
অহনো খাঁড়া মাটির উপরে যহন যামুগা ওইপারে
keep me in your prayers

দেখসি দুনিয়াতে আসল soldier আমার মা
পইড়া শত হাজার তুফানেও ছাড়ে নাই আমার হাত
আর যেই গেসে আইসে সবই nice actor
দিন বাকি scene বাকি, এইডা first chapter
game on b~tch

আমরা খেলি না safe
দেহি না কে সামনেদেহি না face
দেহি না place
দেরি নাই শেষ তরা
করিস না race, করিস না test
wrongside এডা guerrilla base
আমগো আসিলোনা কোনো luxury
যেগিলি লগে এডি লাগে এক বাপ মারই
একলগে গলি থেইকা থানা কোর্ট কাচারী
মাথায় আসিলো রাগ কিন্তু আসিলোনা গাদ্দারী
scene এ চালাই কাপ্তানি, never been a b~tch
যেমনে আসি এমনেই লাগে ঠিক
সোজা নয়ামাটির street থেইকা বাজে কার বিট?
গলি থেইকা লইয়া ভিনদেশে বাজে কার গীত?
আয়া বয় লগে তর কিয়ের ডর কিয়ের ভয়
দিন যাইবোগা scene হইবো তিন থেইকা ছয়
যেনে যার কাছে যাই টাইনা কইলজাতে লয়
গান হুইনা আমার দুশমনেও খুশমনে কয় বেটা

“না এডি basic না”
hater shot লয় পুরান গানে
আমি বানাই next hit
জগতের এক রীত নিরিবিলি দেখ শিখ
দুশমনের লেইগা গরম দে শিক
এডি classic

যা করসি সবই কাম দিয়া কোনো black magic না
কথা legit কার? মুখে bar হাজার round চলে যেমনে machinegun
হ, তুই আমি এক না
নিজের কাহিনী কই এডি কোনো rap না
আয়া দেখ না, একগান গায়
গলা বরাবরে একটান একজান যায়
বাঁইচা থাকা কার এহসান
পাও সামলা, সাপ আসে এইহানে
রইদে পুড়সি তাই তাপ আসে গানে
যাই দেহি তার ছাপ আসে গানে
কী চামু কার কাছে? তুলি হাত আসমানে!

this is the tale of the dark streets and alleyways
gang violence, politics, betrayal, ambitious people
everybody wanna take over
see the different perspectives
tale of the k!ller and the k!lled
hopelessness and hope
courage and fear
let me tell you the stories that no one wants to talk about
about lives of the people who remain unseen
or seen as the lawless, criminals, the outlawz


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...