lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shayan chowdhury arnob - tui ki janish na

Loading...

তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে
শিশির হয়ে জোটে

জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল

তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে
শিশির হয়ে জোটে

জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল

তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খাঁ
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খা
তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা
তুই নেই বলে মন শুধু করে খাঁ খা
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাঁদে, হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?

তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাত
বিচ্ছিরি লাগে তিন

তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত
বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাত
বিচ্ছিরি লাগে
বিচ্ছিরি লাগে তিন

তবু তুই রয়েছিস বলে
তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে
দোলে

তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি
তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই
তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি
সুরে দূর থেকে ডাকে, মেঠো রাস্তার বাঁকে
তুই রয়েছিস তাই, ওদের সাথে যাই
তুই কি জানিসনা
তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোঁটে

(শিশির হয়ে জোটে
(তুই কি জানিসনা)
(তুই কি জানিসনা)
(তুই কি জানিসনা)

জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
তোর চোখের পাতা চুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল
অমনি ফোটে ফুল

তুই কি জানিসনা
তোর জন্য কান্না
(তোর জন্য কান্না)
(তোর জন্য কান্না)
(তোর জন্য কান্না)

জানিস না কি তুই
ঠিক যখনই ছুঁই
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)
(ঠিক যখনই ছুঁই)


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...