lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shahid & shuvomita - ek jibone eto prem

Loading...

[intro]

তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়
যদি তুমি দূরে কভু যাও চলে
শুধু মরণ হবে, আর কিছু নয়

[chorus]

তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?

[verse 1]

তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই
তোমারই পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই

[chorus]

তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
[verse 2 / bridge]

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু’জনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন বাঁচতে চাই

[outro]

তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়?
এক জীবনে এত প্রেম পাবো কোথায়?


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...