lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu shaan - rum jhum jhum

Loading...

রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায় ।
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে

কুসুম ছড়ায় পথের বালুকায় ।।

তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার ।
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদ – ও চায় ।।

আরবী ঘোড়ার সওয়ার বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন মরীচিকায় খুঁজি ।
কত তরুণ মুছাফির পথ হারালো হায়!
কত বনের হরিণ মোরে তারি রূপ তৃষায়


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...