lirik lagu savvy - tumi nei
রাত জাগা দুটো চোখ
চার দেয়াল, শূন্য এ ঘর
ধূলো মাখা, শেষ চিঠি
শুকনো ফুল, রঙ যেত সব
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, কাছে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, কাছে তুমি নেই
বোজে না এ মন, ওওও
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
ছাই রঙে, অ্যাশট্রে তে
ঠান্ডা হয়, কফির কাপ
গোপোনে কাঁন্দে রাত
তার আজ মন খারাপ
ভিজে ভিজে চোখ খোঁজে তোমায়
মিছি মিছি কেন অভিনয়
খুঁজে খুঁজে যাই স্রিতির পাতাই
মুছে মুছে যায় স্বপ্ন গুলো
এল মেল শুধু ওড়ে ধুলো
পড়ে থাকে শুধূ নিরবতা
তুমি নেই, সাথে তুমি নেই
তুমি নেই, পাশে তুমি নেই
তুমি নেই, সাথে তুমি নেই
বোজে না এ মন, ওওও
কেন রে জীবন?
Lirik lagu lainnya:
- lirik lagu aida doçi - a je mire
- lirik lagu soh yoshioka - allgather
- lirik lagu coverheads - mil vidas
- lirik lagu chris thile & brad mehldau - scarlet town
- lirik lagu sheviola - do yu
- lirik lagu boyslashfriend - a real one
- lirik lagu old again - long way home
- lirik lagu verso rude feat. predella - mona lisa
- lirik lagu антоха мс - время ток (радиоверсия)
- lirik lagu kradness - 影炎 variation (paradox arrange)(カバー)