lirik lagu sanjukta das - akash jure suninu
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Lirik lagu lainnya:
- lirik lagu s. p. balasubrahmanyam & chitra - edu ela vesina
- lirik lagu yeshua band - rock 'n roll
- lirik lagu zaskia - dangdut mania dadakan
- lirik lagu ab-soul - the law (feat. mac miller & rapsody)
- lirik lagu nicole medoro - closer
- lirik lagu dbuk - jim nabors, from bass to mezzo-soprano
- lirik lagu harrison craig - my eyes adored you
- lirik lagu fruela - live it up
- lirik lagu newfane - i recognize
- lirik lagu volkan - kind dieser erde