lirik lagu sanjoy, tahsan & muza - bhule jabo
[verse 1: tahsan]
সকালে উঠে দেখি, দেখি তুমি নেই
রাতের গল্প যেন, স্বপ্নের মতোই
আলতো হাসি মনে, তোমার লাজুক মুখ
বাতাসে হাওয়ায় ভাসি, শুধু তোমার সুখ
[chorus:tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
[verse 2: tahsan]
জানালায় চুপচাপ, চাঁদ ভাসায় আলো আলো
তোমারই ছবি আঁকি, আঁকি আমার আলো
তোমার ছোঁয়া আমি পাওয়ার নেশায় ডুব
তোমারই নাম ডাকি শুধুই তোমার ধূল
[chorus: tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
[verse 3: muza]
সব কিছু ভুলে যাবো
তোমার চোখের গভীরে, তারা ভরা নীল আকাশ
যেন লুকিয়ে থাকে
সব কিছু ভুলে যাবো
তোমার চোখের গভীরে, তারা ভরা নীল আকাশ
যেন লুকিয়ে থাকে
[chorus: tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
Lirik lagu lainnya:
- lirik lagu gisele nascimento - da janela pra deus (ao vivo)
- lirik lagu hayien - if you smile imago
- lirik lagu micro-ice - shutt the front door
- lirik lagu trianam - stunning scenery
- lirik lagu bam bam (uk) - bam bam - next up? [s1.e20] | @mixtapemadness
- lirik lagu nathan motta - dancer in the dark
- lirik lagu cameron mccurdy - child
- lirik lagu iyan velji - alpha and omega
- lirik lagu sting - a thousand years (live at the universal amphitheater, 1999)
- lirik lagu skyler vittorini - kintsugi