lirik lagu sanjoy, muza & jon kabir - brishti
[verse 1: muza]
মেঘেরা নিচে নেমে এসেছে
ধুলোর মতো আমায় উড়িয়ে দিতে
ঝড়ে আমি জানি কীভাবে ধরে থাকতে
যে জন্য সত্য মেনে নিয়েছি
[chorus: jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
আমার সুখ আর আমার এ হাসি যে
জানি না কেন তোমার টানে হারায়
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
[verse 2: muza]
girl you got me falling deep
your love’s got me on my knees
no matter the distance, no matter the pain
i’ll be there for you girl, time and again
[chorus: jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
আমার সুখ আর আমার এ হাসি
জানি না কেন তোমার টানে হারায়
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
[bridge: jon kabir]
এসব এ আমায় ঘিরে থাকে
ভেঙে যাওয়া আমার এ হৃদয়ে
আশা জমে উড়ে যায় আকাশে
সেই আশা ঝরে পড়ে যেমনে
[chorus: jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
আমার সুখ আর আমার এ হাসি
জানি না কেন তোমার টানে হারায়
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
[outro:jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
Lirik lagu lainnya:
- lirik lagu busta rhymes - the return of mansa musa (slowed & reverb)
- lirik lagu cariño - planeta raro
- lirik lagu pullovers - poeira de estrela
- lirik lagu dj friz - dj friz
- lirik lagu karri koira - aurinko viel lämmittää
- lirik lagu zenx (acerkilla) - морфийъ4ever (morphinecrew4ever)
- lirik lagu the ninjas (band) - bubble tea
- lirik lagu f2harder - talk guitar
- lirik lagu rd12 - se paciente funk, vol. 2
- lirik lagu johann strauss ii - annen-polka