lirik lagu sanjoy, muza & habib wahid - ekla duniya
[intro]
ওরে ও…
ওরে ও…
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
[verse: habib wahid]
কত না একসাথে পথ চলা বাকি
স্বপ্নের সাথী তুমি যে আমার
দিবানিশি আসো তুমি আনমনে
খেয়ালে ভাসে কথা যে তোমার
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
[verse 2: habib wahid, muza]
পাহাড়~নদী সবই কাছে ভালোবাসার মেলবন্ধনে
তোমার সাথে সব স্বপ্ন ফোটে উঠে জীবনে
ঝিঁঝিঁতে ভরে যায় রাত
তোমার ছুঁয়ে গেছে হাত
মনে হয় যেন লেখা গাঁথা
আমাদের মনের গোপন সব কথা
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
[post~chorus: muza, habib wahid]
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
Lirik lagu lainnya:
- lirik lagu rwofficial - cycle
- lirik lagu luh tyler - bandz up
- lirik lagu andrea bravo - lies
- lirik lagu aydn park - ily
- lirik lagu 1lua - dragunov
- lirik lagu juicy j - fit the mode
- lirik lagu mazzini magnum - inspiração
- lirik lagu anton serra & goomar - au diable
- lirik lagu tunillbxy - stuck in the wrong
- lirik lagu la grande dame - toujours