lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu sanjeeb choudhury - bhalo lage na

Loading...

ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না
থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না
তুড়ির তালে নাচতে থাকা ভালো লাগে না

এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না।।
ওই কান্নাভেজা আকাশ —
পাখির কন্ঠে বেশুরো গান ভালো লাগে না
নরনারীর একমুখী টান ভালো লাগে না।।
ওই ফুলের বুকে ধুতুরার ঘ্রাণ ভালো লাগে না
মৃত্যুভয়ে চমকানো প্রাণ ভালো লাগে না।
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না।
তোমায় নিয়ে কাঁড়াকাঁড়ি ভালো লাগে না
তোমায় নিয়ে বাড়াবাড়ি ভালো লাগে না
আর তোমার আমার ছাড়াছাড়ি ভালো লাগে না
তোমায় নিয়ে কাঁড়াকাঁড়ি ভালো লাগে না
কান্নাকাটি হল্লাহাটি ভালো লাগে না
সবুজ দ্বীপে মরণ ঘাটি ভালো লাগে না।।
দু: স্বপ্ন ছাওয়া মাটি ভালো লাগে না
অন্ধকারে বসতবাটি ভালো লাগে না
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না
থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না
তুড়ির তালে নাচতে থাকা ভালো লাগে না
এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না।।
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...