lirik lagu sandipan roy - ekla akaash (male vocals)
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেল্লেই ফুল ফুটেছে আমার ছাঁদে এসে
ভোরের শিশির মুখ ছুয়ে যায় তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে…
আমার ক্লান্ত মন, ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায়, কতো দূর
আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ ছিনেছে তোমার হাসি হেঁসে
শুধু তোমায় ভালবেসে…
অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোন
চেয়ে রইতো, শুনতে চাইতো
তুমি আসবে আর কখন
শান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক
জেন বলছে, বলে চলছে থাক অপেক্ষাতেই থাক
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
Lirik lagu lainnya:
- lirik lagu ry23 - mam złą wiadomość
- lirik lagu mary saxton - losing control
- lirik lagu mannypnz - why
- lirik lagu el jarra feat. brian - tamo activo
- lirik lagu rachel bloom - strip away my conscience
- lirik lagu giorgieness - mya
- lirik lagu 마이선셋 - 그때, 우린
- lirik lagu nidji - disco lazy time (
- lirik lagu masta killa - noodles pt. 1
- lirik lagu 閻奕格 - 閻羅王