
lirik lagu samim afran shanto - nisshesh - নিঃশ্বেষ
Loading...
পুড়ে যায় বুক হায়
পুড়ে যায় সব স্মৃতি
পুড়ে শেষ আছি বেশ
এ জাদুর শহরে
পুড়ে যায় বুক হায়
পুড়ে যায় সব স্মৃতি
পুড়ে শেষ আছি বেশ
অচেনা নগরে
সেই চোখ ওই ডায়েরির মাঝে বন্দী আছে যে
ওই রাস্তায় এলোমেলো চুলে হাটছে যেন কে
অভিযোগ আর ক্রোধ, ক্রমশ দুঃখ দিচ্ছে রোজ
অবহেলায় নাকি অবলীলায় জীবন কাটাচ্ছে বেশ
আমি নিঃশ্বাস
পুড়ে সব শেষ
আমি নিঃশেষ
পুরে সব শেষ
অদৃশ্য মায়াজালে মিছে দুনিয়ার অরবিটালে
তোমায় নিয়ে উড়ে চলে যাই
দু~চোখের আড়ালে তোমার সেই ছোঁয়াতে
বিচ্ছেদের গন্ধ খুঁজে পাই, (২x)
সেই চোখ ওই ডায়েরির মাঝে বন্দী আছে যে
ওই রাস্তায় এলোমেলো চুলে হাটছে যেন কে
অভিযোগ আর ক্রোধ, ক্রমশ দুঃখ দিচ্ছে রোজ
অবহেলায় না’হয় অবলীলায় জীবন কাটাচ্ছে বেশ
আমি নিঃশ্বাস
পুড়ে সব শেষ
আমি নিঃশেষ
পুরে সব শেষ
Lirik lagu lainnya:
- lirik lagu гиперпаника [hyperpanica] - маша (masha)
- lirik lagu trend kill ghosts - land of hope
- lirik lagu ynkeumalice - eat your heart and roses
- lirik lagu fuzzhead (punk) - dreamhopper
- lirik lagu laddi - ég er í svaka stuði
- lirik lagu deepack - storm
- lirik lagu the wiggles - ring-a-ring a rosie
- lirik lagu victor v. gurbo - the party after you left
- lirik lagu coldgodrare - wounds
- lirik lagu valid - always be me