![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu saif zohan - chole gechho tate ki (new version)
Loading...
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়না।
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়না।
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়,
বলোনা…।
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়,
বলোনা…।
হাসতে কেন তুমি শেখালে আমায়
কেনই বা বলো কাদালে?
কেনো করেছিলে এতটা আপন
যদি হারাবে আড়ালে!
আজ এ সব স্মৃতিকি
বলো হয়ে গেছে শেষ
বলোনা…।
কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে
ধরেছিলে এই হাত?
জানোকি তুমি ছাড়া কিভাবে কাটে
একাকী আমার এই রাত।
আজ সব চাওয়া কি
বলো ফুরিয়ে গেছে?
বলোনা…
বলেছিলে এক আকাশে উড়বো আজীবন
চুপিচুপি হবে আলাপন
হাতে হাত রেখে কাটাবো জীবন
কথা হবে অকারন
আজ কথাকি বলো হয়ে গেছে শেষ,বলোনা
আজ কথাকি বলো হয়ে গেছে শেষ
বলোনা…
Lirik lagu lainnya:
- lirik lagu future - cee-lo
- lirik lagu fronda - tapper soldat
- lirik lagu .z3r0. - the callout
- lirik lagu cedar green - hit the deck
- lirik lagu hendrix - ruggish
- lirik lagu mind - ya
- lirik lagu cast of mamma mia the movie - dancing queen
- lirik lagu 808rus - улики (evidences)
- lirik lagu swings - a real lady
- lirik lagu mosaic - high diamonds