lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu sahasayed - bolte chai, tobu pari na — hridoy thake nirob.

Loading...

বলতে চাই—
কিন্তু শব্দগুলো ভেঙে যায় বুকের ভেতর
এই নীরবতারও যে একটা চিৎকার আছে, জানো তো?

~~~

বলতে চাই, বলতে গিয়েও থেমে যায় জিভ
হৃদয় লেখে হাজার লাইন—ঠোঁট থাকে চুপচাপ নিঃশব্দই।
চলার পথে দূরত্ব? সেটা কেবল মানচিত্রে
যতই পালাই আমি সামনে—ফিরে যাই তোমার দিকেই।

এই শহর, এই আলো—সবই লাগে ফাঁকা
তুমি পাশে থাকলেই কেবল বাস্তবটা আঁকা।
মনের আনাচে কানাচে শুধু তোমারই নাম
ভালবাসা ছাড়া বাঁচে কেউ? বলো—এইটা কি ভ্রান্তি না প্রমাণ?

~~~

তুমি তুমি—এই মনে একমাত্র ঠিকানা
পেয়েও কাছে থাকলে কেন বাড়ে আকুলতা জানা?
বলতে চাই, তবু পারি না—হৃদয় থাকে নীরব
ভালবাসা মাপার কোনো স্কেল নেই পৃথিবীর ভিতর।

~~~

মেঘের খামে লিখে দিলাম অজানা চিঠি
হাওয়ার ঘাড়ে চাপিয়ে দিলাম আমার সব স্মৃতি।
পড়ে নিও তুমি একা একা রাত জেগে
এই লাইনগুলোর ভেতর আমি আছি ভাঙা স্বপ্ন বুকে নিয়ে।

আমি চাই না সবকিছু, তবু মন চায় আরও
পেয়েও তোমায় কাছে রেখে বাড়ে ভয়, বাড়ে দাগও।
ভালবাসা মানে নিখুঁত না—ভুলেও থাকা
অভিমান মেখে থেকেও আবার জড়িয়ে ধরা।

~~~

তুমি তুমি—এই মনে একমাত্র ঠিকানা
পেয়েও কাছে থাকলে কেন বাড়ে আকুলতা জানা?
বলতে চাই, তবু পারি না—হৃদয় থাকে নীরব
ভালবাসা মাপার কোনো স্কেল নেই পৃথিবীর ভিতর।

~~~

ছোট গল্প, অল্প হাসি—এইতেই সুখ
ভুল~ত্রুটি, খুনসুটি—সবই তো জীবনের ঢুক।
স্বপ্ন আঁকি চোখ বন্ধ করে তোমার নাম লিখে
তুমি থাকলেই আমি পুরো—নইলে আমি অর্ধেকই।

~~~

এই দুনিয়া শোনে শব্দ, আমি শুনি নীরবতা
তোমার এক দৃষ্টি ভাঙে আমার সব শক্ততা।
আমি র‍্যাপ লিখি সত্যি দিয়ে, মিথ্যে না স্ক্রিপ্ট
ভালবাসা আমার ভাষা—এইটাই আমার লিপি।

যদি একদিন হারাই আমি আলো~ভরা ভিড়ে
এই গানটা শোনো তুমি—আমার অস্তিত্বের চিহ্ন হিসেবে।

~~~

বলতে চাই—
যে ভালবাসা বলার জিনিস না
অনুভব করলেই বোঝা যায়।

~~~


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...