lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu sahana bajpaie - tomra ja bolo tai balo

Loading...

[chorus]
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[verse 1]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে

[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[verse 2]
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে

[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[verse 3]
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে

[bridge]
ওই আকাশ ছাওয়া
কাহার চাওয়া
আকাশ ছাওয়া
কাহার চাওয়া
এমন ক’রে লাগে
আজি আমার নয়নে

[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[outro]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...