![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu sahana bajpaie - tomar khola hawaa
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
Lirik lagu lainnya:
- lirik lagu gholumz - adios
- lirik lagu the ugly kings - of sins
- lirik lagu анна плетнёва (anna pletneva) - кометы (comets)
- lirik lagu joey cape - the love of my life
- lirik lagu dang show - singing in the shadow: part 1
- lirik lagu sanity band - submarine
- lirik lagu pop smoke - richard mille*
- lirik lagu j. maltez - only right
- lirik lagu drippie blanqui - te pillé meryelys
- lirik lagu aynsley lister - tougher than tough