
lirik lagu sahana bajpaie - emon manob samaj
[chorus]
যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি~গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 1]
শুনায়ে লোভের বুলি
শুনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
ইতর আতরাফ বলি
দূরে ঠেলে নাহি দেবে
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 2]
আমির~ফকির হয়ে একঠাই
আমির~ফকির হয়ে একঠাই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রে হায়
আশরাফ বলিয়া রে হায়
ভবে কেহ নাহি পাবে
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 3]
ধর্ম, কুল, গোত্র, জাতির
ধর্ম, কুল, গোত্র, জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কেঁদে বলে লালন ফকির
কে মোরে দেখায়ে দেবে?
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[chorus]
যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি~গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
Lirik lagu lainnya:
- lirik lagu laylow - plug
- lirik lagu młody jaca - wydzwaniasz
- lirik lagu blurain - the real america's suitehearts
- lirik lagu colt ryan - washed away (feat. db)
- lirik lagu eula cris - sou livramento
- lirik lagu ellende - ballade auf den tod
- lirik lagu caj flow - no games
- lirik lagu city morgue - nematodes
- lirik lagu alomar - i'm never going back to thursday's
- lirik lagu normandie - enough - yaro remix