lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu sahana bajpaie - ekhono sei brindabone

Loading...

[pre~chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[chorus]
কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[verse 1]
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখা সনে কোলাকুলি
সখা সনে কোলাকুলি রাখাল রাজে রে

[refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[verse 2]
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে

[refrain]
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

[verse 3]
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে

[bridge]
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা রয় বাঁধনে
ভবা পাগলা রয় বাঁধনে মায়ার মাঝে রে

[refrain]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[pre~chorus]
ও কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

[chorus]
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...