lirik lagu sahana bajpaie - ei je tomar prem
Loading...
এই~যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই~যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই~যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই~যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই~যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই~যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই~যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ
হৃদয়হরণ
এই~যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
প্রভাত~আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
প্রভাত~আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ
হৃদয়হরণ
এই~যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই~যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই~যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
Lirik lagu lainnya:
- lirik lagu war of 1812 - feed me to the sea
- lirik lagu rua 3 - o céu é o limite
- lirik lagu karaś/rogucki - 1996
- lirik lagu david iziokhai - no coincidence
- lirik lagu киссколд (kisscold) - painted world
- lirik lagu acquari - plastica
- lirik lagu bakers eddy - t-shirt
- lirik lagu mattrach - the alright song
- lirik lagu the call - fulham blues
- lirik lagu cla - sinais