
lirik lagu sahana bajpaie - amar nishitho rater badol dhara
Loading...
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলে দিয়ো সাড়া
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
Lirik lagu lainnya:
- lirik lagu pronoun - song number 1.5
- lirik lagu steve brian - in your eyes
- lirik lagu murdock - gone
- lirik lagu satya - not knowing
- lirik lagu rainald grebe - lass die kerne in den oliven
- lirik lagu david shawty - ihavetoleave... [witches] ***
- lirik lagu hayedeh - ki miduneh
- lirik lagu jennie lawless - i want to believe
- lirik lagu elviz karra - unanswerable
- lirik lagu stunna 4 vegas - on fye (original version)