
lirik lagu sahana bajpaie - aaj josna raatey
Loading...
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ যাবো না
যাবো না গো, যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায়
এই নিরালায় রবো আপন কোণে
যাবো না এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ…
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে!
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে!
যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ…
Lirik lagu lainnya:
- lirik lagu braeden hull - dad
- lirik lagu theron slater - blackbeard
- lirik lagu xavier wulf & bones - speedoflight
- lirik lagu nadya and the hushband - kawan lama
- lirik lagu the controllers (r&b) - heaven is only one step away
- lirik lagu ihatejulian - vvs
- lirik lagu his name is alive - dreams are of the body
- lirik lagu bleed from within - death walk
- lirik lagu lunar lucy - graveyards on venus
- lirik lagu le nais - burning