lirik lagu sadzz & pakhandi - jhila (ঝিলা)
[intro: sadzz]
yeah
aye, aye
double z
[verse 1: sadzz]
নাচ~নাচ রমণী কোমর দোলা তালে
টাকা উড়ে তোর উপরে পোলা কড়া চাল চালে
oh dayum! বাকি সব fame এর খোঁজে lame
প্রেম, ছ্যাকা, টাকা ফাঁকা, গরিবচোদা হইলি কেন? কহ
কেন কান্দস তুই ঘরে বইয়া খাইয়া ইয়াবা?
আবেগের গান শুইনা কস, “আর পারি না বাবা!”
হাঁপানি, খা~পানি, মদের বোতল ঝাকানি
দেশি পোলা দেশি rap কর, কেন বিদেশি আমদানি?
শব্দতে দম কম, মগজে মাল কম, সব অধম!
বই~পুস্তক ঘাইটা rap করস, বাজারে এডির দাম কম
যার মাথা, তার ব্যথা বাছাইয়ের আগে কর যাচাই
আমি কামাই জমাই উড়াই টাকা নীতি চলে সব ভাই ভাই
লে, হামলা, মামলা সামলা, দামড়া~কামলা
সব কামের আগে বেহাল,পরে কী খবর কন?
aye, কী খবর কন? ভয় পাইয়া চিপায় কেন gone?
এই zone ~এ কী চলে যে ভায়া, তাইলে আইয়া খবর লন (yeah)
[chorus: sadzz]
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে (মার পল্টি)
ভেলকি, ভেলকি প্রতি flow ~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে, slow~তে
[verse 2: pakhandi]
এই ঘুম থেইকা উইঠা জনাব দরজা খুইলা paper লন
headline~এ বড় কইরা কী আছে লেহা কন? কন, কন
এই খেলায় কার আছে কত দম? কন,কন
এই scene~এ কেডা টিকে কতক্ষণ?
ভরা ভরা magic, এই flow~তে
এক ডাকে ভাইব্রাদার সব একজোটে
শব্দের ঊর্ধ্বে, পৌঁইছা যামু একদিন গন্তব্যে
fast~fast কাম নাইলে সব ধীরে~সুস্থে
ছন্দে ছন্দে হারাই যাবি শব্দের মায়াজালে
গানে গানে বাইচা থাকুম আমি সবার মনে
সুন্দরী রমণী নাচো তুমি তালে
মাথা দুলাও ছন্দে তালে~তালে
প্রতি টানে টানে let’s, let’s get it on
let’s, let’s get it on, কাকা খবর লন
let’s get it on, let’s, let’s get it on
শব্দের ঊর্ধ্বে এই ছন্দ ধারণ
[chorus: sadzz]
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে (মার পল্টি)
ভেলকি, ভেলকি প্রতি flow ~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে, slow~তে
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে
ভেলকি, ভেলকি প্রতি flow~তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow~তে, slow~তে
Lirik lagu lainnya:
- lirik lagu paprodziad / leszczyński - wolny
- lirik lagu sebca$hin - nothing yet
- lirik lagu meelsip - dumb
- lirik lagu nectar woode - safe house
- lirik lagu susannah mccorkle - where do you start
- lirik lagu esa risty - rungkad
- lirik lagu g. twilight - status symbol 2 (nipsey hussle cover)
- lirik lagu juice wrld - remind me of the summer(og)
- lirik lagu roshani sriyani priddis - devil n gin
- lirik lagu remstik - blender