lirik lagu sabita chowdhury - ei bagane phool tola mana
Loading...
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
Lirik lagu lainnya:
- lirik lagu i saw daylight - no love, i promise
- lirik lagu king cake krewe - who dat tru dat
- lirik lagu ella fitzgerald - drop me off at harlem
- lirik lagu the bluegrass band - on the jericho road
- lirik lagu marika feat gooral - a jesli to ja
- lirik lagu uzair feat bloodline - dil da haal
- lirik lagu the radio dept - this repeated sodomy
- lirik lagu new motion - caught in the middle
- lirik lagu mournful lines - without another beating heart
- lirik lagu stranded whale - calling from the higher ground