lirik lagu sabina yasmin - jonmo amar
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে,
বুকে যদি রাখো আমায়,
বুকে যদি রাখো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার…
তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ,
এমনি যেন থাকি।
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ,
এমনি যেন থাকি।
বুকে তোমার…
বুকে তোমার ঘুমিয়ে গেলে,
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক
জন্ম আমার ধন্য হলো
habib
Lirik lagu lainnya:
- lirik lagu sag7 feat. chris novi & natascha kampusch - forget you
- lirik lagu the fialky - good bye ramones
- lirik lagu david nine - qualifikation
- lirik lagu ojciec - czego się boisz?
- lirik lagu q da fool - into it
- lirik lagu epic vertex - flash my eyes
- lirik lagu reconcile - aint no way
- lirik lagu kevin kazi (namek) - sunkist
- lirik lagu cardiac half - hidden
- lirik lagu buck juugin - oz souljah