lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu sabina yasmin - jonmo amar

Loading...

জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক

জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে,
বুকে যদি রাখো আমায়,
বুকে যদি রাখো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার…
তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ,
এমনি যেন থাকি।
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি,
এই তো আমার জীবন মরণ,
এমনি যেন থাকি।
বুকে তোমার…
বুকে তোমার ঘুমিয়ে গেলে,
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক
জন্ম আমার ধন্য হলো
habib


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...