lirik lagu s i tutul - keu prem kore
Loading...
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
Lirik lagu lainnya:
- lirik lagu phan manh quynh - vo nguoi ta
- lirik lagu omenxiii - blind
- lirik lagu nightstalker - go get some
- lirik lagu sara tavares - coisas bunitas
- lirik lagu tippu & srilekha parthasarathy - dhimsu kattai
- lirik lagu brentalfloss - kirby
- lirik lagu sunday feat. kim tae-hyun (of dickpunks) - 보여 still
- lirik lagu classic nakita - photos in the bed
- lirik lagu wizo - chaostage94
- lirik lagu gucci mane & future - all shooters